Thursday, August 27, 2020

জীবন গাঙে


মুক্ত মাঠে যাই
বাতাস আসেনা ।

ফুলের পাপড়ি দেখি
কথা বলেনা ।

সমুদ্রে কাছে বসি
তরঙ্গ ওঠেনা ।

কিছু কথা বলি--বেশি শুনি
অর্থ বুঝিনা ।

একা বসে নির্জনতা খুঁজি
ভয়ংকরতা হাত ধরে অন্ধকারে।

রাস্তায় নেমে পাশাপাশি হাঁ টি
ঢেউ ওঠে জীবনের গাঙে ।


-সুনীল কর্মকার 

No comments:

Post a Comment