কিরণ ছোঁয়া নিভায়ে ক্রিয়া
সূ্য্যি গমন পাটে,
গোধূলি ক্ষণে সান্ধ্য প্রকাশ
গাঁয়ের অবাধ মাঠে।
জোছনা সাঁঝে তারার মাঝে
চাঁদের মায়াবী হাসি,
জোনাকি আজি কৃত্য ভারে
প্রসার আলোর রাশি।
গহন রাতে বনানী কেবল
চাহিয়া আকাশ পানে,
আঁধার ঘিরে রজনী তীরে
জ্যোতির হিসাব গোনে।
রাত্রি কালো মর্মে তাহার
অর্থ তমসা প্রিয়,
ঝাপসা দূরে মন কিনারে
আব-ছায়াতেই শ্রেয়।
- ধূমকেতু
No comments:
Post a Comment