তুমি বলেছিলে,আমায় শাড়িতেই মানায়
আমি বলেছিলাম,বেশ..
সে বলেছিলো, সব পোশাকেই নাকি
ছুঁয়ে যাই তাঁর হৃদয়দেশ..
সবাই বলতো, তাঁর সাথেই নাকি
লাগে আমাকে বেশ..
যদিও জানতেম,সে নয় তুমিই
থেকে যাবে শেষমেশ..
অথচ,তাকেই ভালবেসেছিলাম
তুমি বেসেছিলে আমায়..
আজ দু’জনেই অস্তিত্বহীন
শুধু, মনপিওন তাদের চিঠি রেখে যায়
মনের দোরগোড়ায়।।
দেবস্মিতা ঘোষ
No comments:
Post a Comment