Tuesday, August 25, 2020

আমার প্রাণের মানুষ


"আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে" - হ্যাঁ এটা একটা গান, একটা গানের লাইন। কিন্তু কোথাও যেন এই কথাটা অনেকটা মন জুড়ে থাকে। কী করে? জানতে চান কি করে। গানের কথা টা কি - 'আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে'- প্রানের মানুষ বলতে যাকে আমরা নিঃস্বার্থভাবে সবটা দিয়ে ভালোবাসি। ভালোবাসা কথাটা অনেক বড়। যেটা হয়তো কিছুটা সময় লাগে বলতে কিন্তু প্রমাণ করতে সারাজীবন কেটে যায়। ছাড়ুন, তারপর আসি বাকি কথায়,' আমার প্রাণের মানুষ আছে প্রাণে'- যাকে ভালোবাসি সে আমার মধ্যেই আছে, আমার প্রাণের মধ্যে সমায়িত আছে। যাকে ভালোবেসে নিজের করেই রেখেছি। ' তাই হেরিতায় সকল খানে' - প্রাণের মানুষ তো! ভালোবাসিতো সব জায়গাতেই যেন তাকেই দেখতে পাই শুধু। শুধু তাই নয় প্রত্যেকটা মানুষের মধ্যে যেন তাকে খুঁজতে ইচ্ছে করে। তাকে বলতে ইচ্ছে করে তোমার মতন কেউ নেই। কিন্তু জানেন হয় কী? প্রাণের মানুষটা আমার দিক থেকে আমার প্রাণে থাকে। কিছু কিছু সময় আমারই প্রাণের মানুষ হঠাৎ প্রাণ থেকে বেরিয়ে যেতে চায়। আমার ভালোবাসা থেকে নিজেকে মুক্ত করতে চায়। একটা সময় কিছু কিছু মানুষেরা যাদেরকে আমরা প্রাণের মানুষ বলে মনে করছি তারা মনে করে আমার থেকে দূরে চলে গেলে হয়তো ভালো থাকবে। হয়ও সেটা! অনেক ক্ষেত্রে হয়। আমার প্রাণের মানুষটা আমাকে ছেড়ে চলে যায় অনেকটা দূরে,অন্য কারোর কাছে। তখন সে হয়ে ওঠে অন্য কারোর প্রাণের মানুষ বা বলতে পারেন তাঁর প্রাণের মানুষ অন্য কেউ হয়ে যায়। একদিন যে জায়গাটা আমার থাকতো, কিছুদিন পর সে জায়গা অন্য কারোর হয়ে যায়। তবুও ভুলতে পারিনা আমরা তাকে। তখনও আমরা তাকে সকলের মধ্যে খুঁজে যায় আর গান গেয়ে যায় - "আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকল খানে"।

-নম্রতা বিশ্বাস ( নিমপাতা )

1 comment: