আজকাল যখন সকালে টিউশন পড়াতে বসি,
পুরোনো দিনের কথা গুলো খুব মনে পরে।
মনে হয় হারিয়ে যায়, ওদের মতো অঙ্ক কষি,
বয়সের ধারা এভাবেই বয়ে চলে। মনে করে-
নিজের না পাওয়া গুলো ওদের মধ্যেই পাবো।
এই ভেবেই ক্লান্তি ছাড়াই দিনরাত পড়িয়ে যায়।
যদি ওরা ডাক্তার,প্রফেসর হয়,খুব খুশি হবো,
তাই এভাবেই যেন পড়াতে পারি প্রত্যহ ঘরের আঙিনায়।
বয়স আমার খুব বেশি হলে পঞ্চাশ হলো,
এর মধ্যে ঐ ক্লাস টু এর ছেলেটা যখন-
হটাৎ ই পা ছুঁয়ে প্রণাম নিয়ে বলল,
স্যার, আমি কবিতায় প্রথম হয়েছি, আমি বড্ড খুশি তখন,
এই ভাবেই যদি স্বপ্নরা জাল বুনতে থাকে,
তাহলে আমিও একদিন গলা ফেড়ে চিৎকার করে বলবো...
শোনো হে সবে,ও আমার ছাত্র, চিনে রাখো ছেলেটাকে,
বড়ো লেখক হবে, বলবো আমি সবারে,ও আমার গর্ব।
- কিরন ব্যানার্জী
No comments:
Post a Comment