Monday, August 24, 2020

সাপলুডো খেলা

ওঠা--নামার সাপলুডোর খেলা থেকে সরিয়ে নিয়েছি।
তোমরা আমাকে শূন্যে নামাও
আর আকাশে উঠতে চাইনা ।

শূন্য আকাশ,শূন্য মাটি
আমার দুই ই সমান।
কত উচ্চতায় উঠলে পরে
মানুষগুলো পিঁপড়ে হয়ে যায় ।

সে সিড়ি বেয়ে তোমরা ওঠো
মানুষকে পিঁপড়ে দেখতে চাইনা।
আমাকে শূন্যে নামাও
পায়ে যেন মাটির স্পর্শ থাকে।


সুনীল কর্মকার 

No comments:

Post a Comment