Saturday, August 29, 2020

লড়াই

লড়াই...সেটা আবার কি?                     
ছোটবেলায় আমরা সবাই এটাই ভাবতাম; আস্তে আস্তে যতো বড় হলাম, আমাদের লড়াই সমন্ধে ভাবনাটাও তত পাল্টে যাচ্ছে! স্কুল জীবনে একরকম ভাবনা, আমাদের মন দিয়ে পড়াশোনা করে অমুকের থেকেও ভালো রেজাল্ট করতে হবে, সেই ভালো করার পেছনে ছিল একটা লড়াই। স্কুল জীবন পার করে,ধীরে ধীরে আরো বড়ো হয়ে উঠলাম,এরপর কলেজ, তবে কলেজ জীবনে হাসি, মজা আনন্দ করে, সাথে একটু আধটু পড়াশোনা করে বেশ কেটে গেছে; সেখানেও ছিলো লড়াই, কারণ ভালো রেজাল্ট করে কলেজ পাস না করলে ভালো কাজও পাবো না। তারপর কলেজ পাস করে বেড়িয়ে আসার পর-- কিছু একটা কাজ করতে, দিনের পর দিন এখানে সেখানে দৌড়ে চললাম একটা,কাজ পাবার আশায়। সবসমই যেনো নিজের সাথে নিজে একটা লড়াই করে চলেছি, শুধুমাত্র একটা কাজের জন্য। সব চেষ্টা করেও যখন কোনো কাজ পাই না, হতাশ হয়ে যখন এতদিন ধরে অর্জন করা আমার সমস্ত সার্টিফিকেট গুলোর দিকে তাকায়, তখন  মনে হয় এতবছর ধরে শুধু এই কয়েকটা কাগজের টুকরোর জন্য এত লড়াই করেছি। যার আজ কোনো মূল্য নেই। খুব রাগ হয় নিজের প্রতি, ইন্টারভিউ দিতে গিয়ে যখন দেখি কেও টাকা (ঘুষ) দিয়ে চাকরি পেয়ে গেলো ,অথচ তার সেরকম কোনো ডিগ্রি নেই, সেক্ষেত্রে তার থেকেও আমার অনেক বেশি ডিগ্রি আছে! কিন্তু একটাই সমস্যা,

আমার টাকা নেই, আমার কোনো পরিচিতও নেই, যার মাধ্যমে আমি কাজটা পেতে পারি, তাই আমাদের মতো সাধারণ মানুষের চাকরি হয় না। দুনিয়া বড়ো কঠিন, দুনিয়ার সাথে লড়াই করতে করতে যখন হেরে যায়,সব আশা ,ভরসা হারিয়ে ফেলি, তখন এই দুনিয়ার মানুষই আমাদের দিকে আঙুল দেখিয়ে বলবে ওই দেখ একটা হেরে যাওয়া মানুষ,আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করে; কিন্তু তারা একবারও খোঁজ নেয় না, একবারও দেখে না, আমাদের সেই ছোট্ট থেকে এখন পর্যন্ত যে নিজের সাথে লড়াই করেছে, এখনো করে চলেছে সেটা তখন কারোর চোখে পড়ে না, হাই রে দুনিয়া..! আমাদের মতো সাধারণ মানুষদের লড়াইটা সারাজীবন করে যেতে হয়, যতদিন দেহে প্রাণ থাকবে।       

- রূপক সাধু

No comments:

Post a Comment