জন্ম লগনে মুখের হাসি
স্বচ্ছ মনের আলো,
স্বজন ধ্যানে ঘৃণার চোখে
দেহের বর্ণ কালো।
মেধার গুনে সেরার সেরা
অধ্যয়নে ভালো,
মেয়ের ভাবে বিষণ্নতা
দেখতে বড়ই কালো।
খেলার ছলে চেতনা জাগে
মনের কোণে আকার,
বর্ণ শুধু কৃষ্ণ ন্যয়
বৈষম্যের শিকার।
খোলা চুলে রূপের বাহার
পরনে শাড়ি জমকালো,
সমাজ মাঝে হাস্য সুরে
বর্ণ দেহের কালো।
কন্যা আমার নিপুণা স্বরূপ
কর্মযোগে ভালো,
গুনের বহর থেকেও শুধু
রঙটি ভীষণ কালো।
প্রেমের খেয়ালে ডুবেছে আঁখি
অণ্বেষিত বাসতে ভালো,
পরশ লাজে ব্যঙ্গ সাজে
বর্ণ দেহের সত্যি কালো।
দুহিতা আজ কর্ম-রতা
দিনের হিসেব ব্যস্ততম,
কাজের ফাঁকে কানে ভাসে
আদল তাহার রাত্রিসম।
পাত্রী সাজে গোধূলী ক্ষণে
সাঁঝের বাহারী আলো,
বাসর রাতে কথার মাঝে
লালিমা মেয়ের কালো।
শ্বশুর গৃহে বাক্যবাণে
কন্যা সহ্যরত,
গাত্র রঙে বিরূপ ক্রিয়া
তবুও সংযত।
বয়স ভারে শয্যা-শয়ন
সময় পরে মৃতুবরণ,
শ্মশান যানে শবদেহ
অব্যাহত বর্ণ-কাহন।
- ধূমকেতু
No comments:
Post a Comment