Sunday, August 23, 2020

স্বাধীনতা


       ছোট্ট মিলিকে কোলে নিয়ে বসে টিভিতে স্বাধীনতা দিবসের প্যারেড দেখছিলো অর্ঘ্য। হঠাৎ মিলি তাঁর ছোট্ট হাত দুটি দিয়ে অর্ঘ্যের গলা জড়িয়ে ধরে আদো আদো গলায় বললো - "বাপি বাপি, সাদিনতা মানে কি..?"

অর্ঘ্য মিষ্টি করে হেসে বললো - "স্বাধীনতা মানে..?? উমমম,, ঐ দ্যাখো জানলার পাশে ঐ গাছটাতে একটা হলুদ রঙের কি সুন্দর পাখি বসে আছে..। ও যেখানে খুশি উড়ে যেতে পারছে, ইচ্ছে মতো খেতে পারছে, মিষ্টি সুরে গান করছে.., কেউ ওকে আটকাচ্ছে না। এটাই ওর স্বাধীনতা। বুঝলে আমার সোনা মা..,!"

- "সাদিনতা ভালো না পচা..?" প্রশ্ন করে ছোট্ট মিলি।

- "এ মা.! পচা হবে কেন.?! স্বাধীনতা তো ভালো।"

- "তাঅলে মিতু কেন সাদিন না.? ওকে কেন আমরা আতকে রেকেচি.?"

     এই প্রশ্নের উত্তর অর্ঘ্যর কাছে নেই। কিন্তু মেয়ের প্রশ্নে সে বুঝতে পেরেছে, তার কি করা উচিত।  সে মিষ্টি করে হেসে মেয়ের কপালে একটা চুমু দিয়ে, তাকে কোলে নিয়ে এগিয়ে যায় বারান্দায় থাকা খাঁচা বন্দি টিয়াটির দিকে। এরপর খাঁচার মুখটা খুলে দিয়ে বলে -"যা মিঠু, আজ থেকে তুইও স্বাধীন!"

    উড়ে যাওয়া পাখিটার দিকে তাকিয়ে আনন্দে হাততালি দিয়ে ছোট্ট মিলি বলতে থাকে -" যা মিতু যা.. উলে যা.., কি মজা কি মজা,, মিতুও সাদিন, মিতুও সাদিন.."

- অয়ন সরকার

No comments:

Post a Comment