Saturday, August 29, 2020

কবিতা - হঠাৎ । কবি - মৃত্যুঞ্জয় হালদার


হঠাৎ তখন রাগলে কেন তুমি?
বহুদিন জানি, হয়নি দেখাশোনা
অদর্শনে শান্ত যে মৌসুমী
মনে মনে মিথ্যেমোহ বোনা!

তুমি তো বেশ সংযমি সংযত
একটু দেখায় গল্পতে মশগুল
আমার হৃদয় হয়না যে সংহত
মানছো না তো সবটা তোমার ভুল!

তুমি ভাবছো ওসব আজেবাজে
কি প্রয়োজন সময় স্বপন ডেকে
মিথ্যে কেন মরা বাঁচার মাঝে
সুখ সমাধি এমনি রাখো ঢেকে!

1 comment: