Saturday, August 29, 2020

কবিতা - একটি মেয়ে । সহেলী চক্রবর্তী


একটি  মেয়ে , নাম  তার  শ্যামা ।
লোকে  তাকে  দেখে বলে এমা! এমা !

একটি মেয়ে ,রং তার কালো ।
পাড়া - প্রতিবেশী বাসে না কেউ তারে ভালো !

একটি মেয়ে , স্বপ্ন দেখে রোজ।
দুঃসময় নেয় না কেউ তার খোঁজ !

একটি মেয়ে , নেই তার পরিবার।
সবাই বলে নিজের কপাল নিজেই করলি ছাড়খার !

একটি মেয়ে , জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পারে সব কাজ ।
তবুও সবাই দিন- রাত দেয় তারে  গালি- গালাজ !

একটি মেয়ে , অন্যায় দেখলে দাঁড়ায় রুখে ।
কিন্তু থাকে না কেউ তার  সুখে - দুঃখে !

         আজ এই স্বাধীন  সমাজে দাঁড়িয়েও আমরা  এখনো কালো মেয়েদের দেখলে দূরে সরিয়ে রাখি । রং তো ভগবানের সৃষ্টি সাদা হোক বা কালো , চাইলে আমরাও কি পারি না , এই মেয়েদের আমাদের একজন ভাবতে !

           "কৃষ্ণকলি আমি তারেই বলি,
       কালো তারে বলে গাঁয়ের লোক।
        মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
        কালো মেয়ের কালো হরিণ-চোখ। "

            - সহেলী চক্রবর্তী

No comments:

Post a Comment