সুপ্রভাত।সৃষ্টিকুটির আত্মপ্রকাশ সংখ্যা ভালো হয়েছে।সব লেখা না পড়া হলেও অনেকগুলো পড়েছি।ছবি ,গল্প,কবিতা নির্বাচন থেকে নির্ভুল বানান ,অলংকরন সব মিলিয়ে একটা সোনালী শ্রাবণ প্রভাত যেন চোখের সামনে আলোকিত হলো ।আমার আলো ছায়া গল্পটিকে স্থান দেওয়ায় কৃতজ্ঞ ।আগামী দিনে সৃষ্টি কুটির বাঙালী মননকে আলোকিত করবে আশা করি।আপনাদের সাহিত্যপ্রীতি,ও পরিশ্রমকে অভিনন্দিত করছি।ধন্যবা ধ।
Khub sundar
ReplyDeleteKhub sundar
ReplyDeleteDarun
ReplyDeleteBesh valo hoyeche
ReplyDeleteপ্রথম সংখ্যায় নিজের লেখা দেখতে পেয়ে খুব ভালো লাগছে |এভাবেই এগিয়ে যান |
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ আপনাদের
ReplyDeleteনিজের প্রথম প্রচেষ্টা আপনাদের পত্রিকায় স্থান পাবে ভাবিনি খুবই ভালো লাগছে আমার লেখাকে ফুটিয়ে তোলার জন্য
সুপ্রভাত।সৃষ্টিকুটির আত্মপ্রকাশ সংখ্যা ভালো হয়েছে।সব লেখা না পড়া হলেও অনেকগুলো পড়েছি।ছবি ,গল্প,কবিতা নির্বাচন থেকে নির্ভুল বানান ,অলংকরন সব মিলিয়ে একটা সোনালী শ্রাবণ প্রভাত যেন চোখের সামনে আলোকিত হলো ।আমার আলো ছায়া গল্পটিকে স্থান দেওয়ায় কৃতজ্ঞ ।আগামী দিনে সৃষ্টি কুটির বাঙালী মননকে আলোকিত করবে আশা করি।আপনাদের সাহিত্যপ্রীতি,ও পরিশ্রমকে অভিনন্দিত করছি।ধন্যবা ধ।
ReplyDeleteভীষণ সুন্দর হয়েছে সংখ্যাটি। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।
ReplyDeleteধন্যবাদ আপনাদের । আমার এই ছোট প্রচেষ্টা আপনাদের সংখ্যায় বেরিয়েছে আমার খুব ভালো লাগছে । প্রতিটা জিনিস ভীষণ সুন্দর ।
ReplyDelete❤️
ReplyDeleteপ্রথম সংখ্যায়ে নিজের লেখা দেখে খুবই ভালো লাগছে। এছাড়া প্রতিটি লেখাই অসাধারণ। ।
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ আমার লেখা কবিতাটি প্রকাশের জন্য।
ReplyDeleteসৃষ্টি কুটির এর সাফল্য কামনা করি