Sristi Kutir
সাহিত্যের নতুন আঙিনা
Sunday, September 6, 2020
Saturday, August 29, 2020
কবিতা - একটি মেয়ে । সহেলী চক্রবর্তী
একটি মেয়ে , নাম তার শ্যামা ।
লোকে তাকে দেখে বলে এমা! এমা !
একটি মেয়ে ,রং তার কালো ।
পাড়া - প্রতিবেশী বাসে না কেউ তারে ভালো !
একটি মেয়ে , স্বপ্ন দেখে রোজ।
দুঃসময় নেয় না কেউ তার খোঁজ !
একটি মেয়ে , নেই তার পরিবার।
সবাই বলে নিজের কপাল নিজেই করলি ছাড়খার !
একটি মেয়ে , জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পারে সব কাজ ।
তবুও সবাই দিন- রাত দেয় তারে গালি- গালাজ !
একটি মেয়ে , অন্যায় দেখলে দাঁড়ায় রুখে ।
কিন্তু থাকে না কেউ তার সুখে - দুঃখে !
আজ এই স্বাধীন সমাজে দাঁড়িয়েও আমরা এখনো কালো মেয়েদের দেখলে দূরে সরিয়ে রাখি । রং তো ভগবানের সৃষ্টি সাদা হোক বা কালো , চাইলে আমরাও কি পারি না , এই মেয়েদের আমাদের একজন ভাবতে !
"কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ। "
- সহেলী চক্রবর্তী
কবিতা - হঠাৎ । কবি - মৃত্যুঞ্জয় হালদার
হঠাৎ তখন রাগলে কেন তুমি?
বহুদিন জানি, হয়নি দেখাশোনা
অদর্শনে শান্ত যে মৌসুমী
মনে মনে মিথ্যেমোহ বোনা!
তুমি তো বেশ সংযমি সংযত
একটু দেখায় গল্পতে মশগুল
আমার হৃদয় হয়না যে সংহত
মানছো না তো সবটা তোমার ভুল!
তুমি ভাবছো ওসব আজেবাজে
কি প্রয়োজন সময় স্বপন ডেকে
মিথ্যে কেন মরা বাঁচার মাঝে
সুখ সমাধি এমনি রাখো ঢেকে!
লড়াই
লড়াই...সেটা আবার কি?
ছোটবেলায় আমরা সবাই এটাই ভাবতাম; আস্তে আস্তে যতো বড় হলাম, আমাদের লড়াই সমন্ধে ভাবনাটাও তত পাল্টে যাচ্ছে! স্কুল জীবনে একরকম ভাবনা, আমাদের মন দিয়ে পড়াশোনা করে অমুকের থেকেও ভালো রেজাল্ট করতে হবে, সেই ভালো করার পেছনে ছিল একটা লড়াই। স্কুল জীবন পার করে,ধীরে ধীরে আরো বড়ো হয়ে উঠলাম,এরপর কলেজ, তবে কলেজ জীবনে হাসি, মজা আনন্দ করে, সাথে একটু আধটু পড়াশোনা করে বেশ কেটে গেছে; সেখানেও ছিলো লড়াই, কারণ ভালো রেজাল্ট করে কলেজ পাস না করলে ভালো কাজও পাবো না। তারপর কলেজ পাস করে বেড়িয়ে আসার পর-- কিছু একটা কাজ করতে, দিনের পর দিন এখানে সেখানে দৌড়ে চললাম একটা,কাজ পাবার আশায়। সবসমই যেনো নিজের সাথে নিজে একটা লড়াই করে চলেছি, শুধুমাত্র একটা কাজের জন্য। সব চেষ্টা করেও যখন কোনো কাজ পাই না, হতাশ হয়ে যখন এতদিন ধরে অর্জন করা আমার সমস্ত সার্টিফিকেট গুলোর দিকে তাকায়, তখন মনে হয় এতবছর ধরে শুধু এই কয়েকটা কাগজের টুকরোর জন্য এত লড়াই করেছি। যার আজ কোনো মূল্য নেই। খুব রাগ হয় নিজের প্রতি, ইন্টারভিউ দিতে গিয়ে যখন দেখি কেও টাকা (ঘুষ) দিয়ে চাকরি পেয়ে গেলো ,অথচ তার সেরকম কোনো ডিগ্রি নেই, সেক্ষেত্রে তার থেকেও আমার অনেক বেশি ডিগ্রি আছে! কিন্তু একটাই সমস্যা,
ছোটবেলায় আমরা সবাই এটাই ভাবতাম; আস্তে আস্তে যতো বড় হলাম, আমাদের লড়াই সমন্ধে ভাবনাটাও তত পাল্টে যাচ্ছে! স্কুল জীবনে একরকম ভাবনা, আমাদের মন দিয়ে পড়াশোনা করে অমুকের থেকেও ভালো রেজাল্ট করতে হবে, সেই ভালো করার পেছনে ছিল একটা লড়াই। স্কুল জীবন পার করে,ধীরে ধীরে আরো বড়ো হয়ে উঠলাম,এরপর কলেজ, তবে কলেজ জীবনে হাসি, মজা আনন্দ করে, সাথে একটু আধটু পড়াশোনা করে বেশ কেটে গেছে; সেখানেও ছিলো লড়াই, কারণ ভালো রেজাল্ট করে কলেজ পাস না করলে ভালো কাজও পাবো না। তারপর কলেজ পাস করে বেড়িয়ে আসার পর-- কিছু একটা কাজ করতে, দিনের পর দিন এখানে সেখানে দৌড়ে চললাম একটা,কাজ পাবার আশায়। সবসমই যেনো নিজের সাথে নিজে একটা লড়াই করে চলেছি, শুধুমাত্র একটা কাজের জন্য। সব চেষ্টা করেও যখন কোনো কাজ পাই না, হতাশ হয়ে যখন এতদিন ধরে অর্জন করা আমার সমস্ত সার্টিফিকেট গুলোর দিকে তাকায়, তখন মনে হয় এতবছর ধরে শুধু এই কয়েকটা কাগজের টুকরোর জন্য এত লড়াই করেছি। যার আজ কোনো মূল্য নেই। খুব রাগ হয় নিজের প্রতি, ইন্টারভিউ দিতে গিয়ে যখন দেখি কেও টাকা (ঘুষ) দিয়ে চাকরি পেয়ে গেলো ,অথচ তার সেরকম কোনো ডিগ্রি নেই, সেক্ষেত্রে তার থেকেও আমার অনেক বেশি ডিগ্রি আছে! কিন্তু একটাই সমস্যা,
Subscribe to:
Posts (Atom)